ধোনির চেন্নাইয়ের সামনে সাকিব আল হাসানের কলকাতা

বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ

ধোনির চেন্নাইয়ের সামনে সাকিব আল হাসানের কলকাতা
apps

নিজেদের চতুর্থ ম্যাচে রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে, বিকেল চারটায় মাঠে নেমেছে পাঞ্জাব কিংস ইলেভেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও শেষ দুই ম্যাচে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে ইয়ন মরগানের দলকে। রাজস্থান আর পাঞ্জাবের সমান ২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে কেকেআর।

ব্যাটিং ব্যর্থতার কারণেই শেষ দুই ম্যাচে হারতে হয়েছে সাকিব-রাসেলদের। এবার ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে মরিয়া কলকাতা। শুরুটা খারাপ হলেও দারুণ কামব্যাক করেছে প্রতিপক্ষ চেন্নাই কিংস।

এ ম্যাচে কলকাতার একাদশে আসতে পারে পরিবর্তন। বাংলাদেশের সাকিব আল হাসানের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন সুনিল নারিন। অন্যদিকে, ডোয়াইন ব্রাভোর জায়গায় চেন্নাই একাদশে দেখা যেতে পারে লুঙ্গি এনগিদিকে।

টানা দুই দাপুটে জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে উঠে গেছে ধোনির দল। জয়ের ধারা ধরে রাখতে ছাড় দেবে না সিএসকেও।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকওয়াড, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, স্যাম কারান, শার্দুল ঠাকুর, ডোয়াইন ব্রাভো/লুঙ্গি এনগিদি ও দিপক চাহার।

কলকাতার সম্ভাব্য একাদশ: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, সাকিব আল হাসান/সুনিল নারিন, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা/শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী।

Development by: webnewsdesign.com