ধুলা কমাতে রাস্তায় পানি ছিটাচ্ছে চসিক

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ

ধুলা কমাতে রাস্তায় পানি ছিটাচ্ছে চসিক
apps

শুকনো মৌসুমে সড়কে ধুলা নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) যার আওতায় বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে মেরিনার্স রোডের ফিরিঙ্গিবাজার থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পানি ছিটানোর কার্যক্রম চালানো হয়।

চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সড়ক ও লোকালয়ে ওয়াসা, পিডিবি সিডিএসহ বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এ জন্য খোঁড়াখুঁড়ি ও সড়ক কাটা হচ্ছে। এতে ধুলোবালির মাত্রা বেড়েছে।

ফলে দিনের বেলায় পরিবেশ ধোঁয়াশা হয়ে ওঠছে, বায়ুদুষণজনিত সমস্যা নাগরিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রতিক্রিয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ-বালাই বৃদ্ধির আশংকা তৈরি হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, শীতকালে ধুলোবালিতে এ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগ বিস্তার রোধে নগরীর রাস্তা-ঘাটে পানি ছিটানোর জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে প্রকল্পের চালিয়ে যাওয়ার পাশাপাশি এর প্রভাবে যাতে ধুলাবালি না ছড়ায় সেজন্য প্রকল্পের স্থানে পানি ছিটানো কার্যক্রম আবশ্যিক শর্ত হিসেবে মানতে হবে। সেবা সংস্থাগুলোর প্রধান ও শাখা কার্যালয়ের সামনে এবং দোকান-পাট ও ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে পানি ছিটাতে হবে।

উল্লেখ্য, চসিকের চলমান পানি ছিটানো কার্যক্রমের অংশ হিসেবে রোববার নগরীর কদমতলী থেকে আগ্রাবাদ বাদামতলী মোড় পর্যন্ত পানি ছিটানো হয়।

Development by: webnewsdesign.com