ধামরাইয়ে গতকাল শুক্রবার রাতে চৌহাট এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত পুকুর থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানা গেছে, শুক্রবার রাতে ধামরাইয়ের সীমান্তবর্তী চৌহাট ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিয়ান চালিয়ে পুলিশ একটি পরিত্যাক্ত পুকুর থেকে উদ্ধার করে ধারালো দেশি অস্ত্র।
অস্ত্র উদ্ধারের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কর্মকর্তা ওসি শেখ রাসেল হোসেন পরিত্যাক্ত পুকুর থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com