ধর্ষণের প্রতিবাদে শাহবাগে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

ধর্ষণের প্রতিবাদে শাহবাগে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
apps

দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এ সময় মশাল মিছিল থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

ছাত্র ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে আবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে ধর্ষণবিরোধী প্রতিবাদী সমাবেশে যুক্ত হয়।

Development by: webnewsdesign.com