ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

সোমবার, ১০ মার্চ ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের
apps

ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে ঘন্টাব্যাপী রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় উপস্থিত না হয়ে প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপর বেলা সাড়ে ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, ’স্লোগান দেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারলে শেখ হাসিনার অবস্থা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসন ও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বার মহাসড়ক অবরোধের কর্মসূচি দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবার রাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড ও জোহা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com