ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে কত খরচ করেছেন ?

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ণ

ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে কত খরচ করেছেন ?
apps

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২৫৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের নতুন নথি থেকে এই তথ্য জানা যায়।

এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এই বছরের হোয়াইট হাউসের দৌড়ে কতটা প্রভাব ফেলেছেন তা উঠে এলো। খবর রয়টার্সের।

ফেডারেল ইলেকশন কমিশনের নথি অনুযায়ী, টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক ট্রাম্পের জন্য ২০২৪ সালের নির্বাচনে প্রচারক গ্রুপগুলোকে ২৫৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এর মধ্যে মাস্ক আমেরিকা প্যাক নামে একটি সুপার প্যাককে ২৩৯ মিলিয়ন এবং অক্টোবরের শেষ দিকে আরবিজি প্যাক নামক একটি গ্রুপকে অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার অনুদান দেন।

এই বিশাল অনুদানের মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম বৃহত্তম অর্থদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এ ছাড়া তিনি ট্রাম্পের একজন শক্তিশালী রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছেন। এমনকি আসন্ন রিপাবলিকান প্রশাসনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের মালিক মাস্ক ট্রাম্পের ট্রানজিশন টিমে একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন। ট্রাম্প তাকে এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে একটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দিতে মনোনীত করেছেন। এই টাস্ক ফোর্সের লক্ষ্য সরকারি ব্যয় ও বিধিনিষেধ হ্রাস করা। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে মাস্ক ও রামাস্বামী মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

Development by: webnewsdesign.com