দৌলতদিয়ায় ৭২ মোবাইল সেটসহ চোরাকারবারি গ্রেপ্তার

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৫ অপরাহ্ণ

দৌলতদিয়ায় ৭২ মোবাইল সেটসহ চোরাকারবারি গ্রেপ্তার
apps

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাওমী মোবাইল ফোনসহ আতিয়ার রহমান নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। শুল্ক ও কর ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা দর্শনা থেকে প্রর্বাশা নামে বাসে যাত্রী হিসেবে দৌলতদিয়া ঘাট দিয়ে মোবাইল ফোন পাচার করে আসছিল।

 

 

 

পুলিশ সুপার মিজানুর রহমান রবিবার দুপুরে তার অফিসের হলরুমে এক প্রেসব্রিফিংয়ে উদ্ধার করা ৭২টি মোবাইল ফোন সেট প্রদর্শন করে এ তথ্য জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com