পদ্মা সেতু চালুর প্রভাব পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কমেছে ভোগান্তি। এ ছাড়াও দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। ইতোমধ্যে ঘাটে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২৫ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে দৌলতদিয়া ঘাটে কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
গরু ব্যবসায়ীরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত টাকা ছাড়া ফেরির টিকিট কাটতে পেরেছি। ঘাটে এসে নিরাপদে যানজট ছাড়াই দ্রুত ফেরিতে উঠতে পেরে খুশি।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই ঘাটে যানজট নেই। এ কারণে পশুবাহী ট্রাকগুলো কোনো ঝামেলা ছাড়াই ফেরি পার হতে পারছে। ঘাটের নিয়ম-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
Development by: webnewsdesign.com