দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক ৫ ঘণ্টা পর

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক ৫ ঘণ্টা পর
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক ৫ ঘণ্টা পর
apps

কুয়াশায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর পৌনে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। এদিকে দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।

Development by: webnewsdesign.com