দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | ৫:৫৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু
apps

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

Development by: webnewsdesign.com