দেশে এখন করোনায় মৃত্যুহার ১.৩৯ শতাংশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

দেশে এখন করোনায় মৃত্যুহার ১.৩৯ শতাংশ
apps

দেশে করোনাভাইরাসে সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে এখন রোগীদের মধ্যে মৃত্যুহার ১.৩৯ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় নতুন ১,৭৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ৪,৬৬৮ জন মারা গেছেন। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

 

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৭৪৭টি। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৪৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। দেশে এখন প্রতি ১০০ নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৩৯ শতাংশ। মারা যাওয়াদের মধ্যে নারী ২২ শতাংশ এবং পুরুষ প্রায় ৭৮ শতাংশ।

Development by: webnewsdesign.com