শনিবার (১ এপ্রিল) বাঘা উপজেলার পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ফাউন্ডেশন ও নবনির্মিত দ্বীতল ভবন ও পাঁচপাড়া থেকে বাউসা পর্যন্ত পাকাকরণ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে এমপিও ভুক্ত করেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে অন্য কোন সরকার পারেনি। পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, কোন এক সময় বিদেশের কাছে ধরনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেও এখন আর করা লাগেনা। আমরা নিজেরাই রাষ্ট্র পরিচালনায় সক্ষমতা অর্জন করেছি। অনেক দেশের চেয়ে আমরা এখন অর্থনৈতিক ভাবে সাবলম্বী। এখন সর্বোচ্চ প্রবৃদ্ধির হিসেব করতে গেলে উন্নয়নশীল তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। ২০৪১ সাল নাগাদ উচ্চ আয়ের দেশে পরিনত করা সহ স্মাট বাংলাদেশ গড়ার পরিকল্পনায় আগাচ্ছি।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২০০৬ এবং ২০০৭ সালে দেশে খাদ্য সংকট হয়ে ছিলো। তখন করোনা মহামারি ছিলো না। তখন তারেক জিয়া ও দেলোয়ার হোসেন সাঈদি বড়-বড় কথা বলেছেন। আমরা সংঘাত চাইনা। তবে সামনের দিনে কেউ যদি গণতন্ত্রে বাধা সৃষ্টি করতে চাই, তাদের ছাড় দেয়া হবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, আড়ানী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সহ নাজমুল হক, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী শামিম হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক ছানাউর রহমান বিদ্যুৎ উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, জেলা পরিষদের সাবেক সদস্য জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ। পরে আড়ানী ইউনিয়নের হরিপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
Development by: webnewsdesign.com