দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে: জিএম কাদের

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | ৫:৪২ অপরাহ্ণ

দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে: জিএম কাদের
apps

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠিকে টিকা দেয়া সরকারের দায়িত্ব।

যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মত দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শংকিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে? আজ  রবিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরো উল্লেখ করেন, গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সাথে যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছিলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরণের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি। তিনি আশা প্রকাশ করেন, সরকার জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫

Development by: webnewsdesign.com