করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন জেলায় হয়ে গেল মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ধর্মীয় রীতি মেনে বিহিত ও সন্ধিপূজায় সবার মঙ্গল কামনা করেন ভক্তরা।
ঢাক-ঢোল, কাসরের ধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণ। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আসন অলংকৃত করে নয় বছরের শ্রেয়া। চট্টগ্রামের রাধাগোবিন্দ ও শান্তিনেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় নগরীর একমাত্র কুমারী পূজা। সব আচার পালন করে এতে অংশ নেন ভক্তরা।
একই সময়ে রাজশাহীর সাগড়পাড়া ত্রীনয়নি মন্দিরে শঙ্খ সুর আর উলুধ্বনির মূর্ছনায় কুমারী পূজা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার কুমারী রুপের এই অর্চনা নারীকে শক্তি ও মর্যাদার আসনে বসায়।
এছাড়া, খুলনা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় প্রসাদ, অঞ্জলিদান, বিহিত ও সন্ধিপূজার মধ্য দিয়ে চলে দুর্গোৎসবের মহাষ্টমী।
Development by: webnewsdesign.com