নানা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাওয়ার আভাস মিলেছে দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর।
শনিবার রাতে হঠাৎ করে ধূমকেতুর মতোই দেখা গেল প্রযোজক রানা সরকারের টুইট। যা নিয়ে সিনেমাপাড়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কারণ, কয়েক বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ ছবিটি। রানা সরকারের টুইটে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমপ্রেমীরা।
প্রযোজক রানা সরকার এক টুইটবার্তায় বলেন, ‘আমার সঙ্গে দেব এবং SVF-র কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা কথোপকথন হয়েছে। সবকিছুই ইতিবাচক হয়েছে। খুব শীঘ্রই একটা ভালো খবরের জন্য অপেক্ষা করুন। জয় জগন্নাথ।’
রানা সরকারের এই টুইট একটি স্মাইলি দিয়ে শেয়ার করেছেন অভিনেতা দেব নিজেও।
২০১৬ সালে দেব-শুভশ্রী জুটি নিয়ে ধূমকেতু বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে তারপর থেকে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে এই ছবিটি। এর আগেও বহুবার ছবি মুক্তির কথা শোনা গেলেও শেষপর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রসঙ্গত, ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে।
এর আগে তাঁর সেই লুক সামনে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। তবে এখনও পর্যন্ত ছবিটি মুক্তি না পাওয়ায় বয়স্ক লুকে দেবকে দেখার আকাঙ্খা পূরণ হয়নি সিনেমাপ্রেমীদের। এবার রানা সরকারের টুইটে তারা আশার আলো দেখছেন।
সূত্র: জিনিউজ
Development by: webnewsdesign.com