দেবর-ভাবির সম্পর্ক সবসময়ই মধুর হয়ে থাকে। এবার তেমনই একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা মৌসুমী । নতুন ছবিটির নাম ‘দেবর আমার কত আপন’।
সায়মন তারিকের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর স্বামীর ভূমিকায় দেখা যাবে স্বামী ওমর সানিকে।
এখন মৌসুমীর সেই প্রিয় দেবরটি কে? এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘এ নিয়ে এখনই কথা বলতে চাই না। তবে এ ছবিতে আমি নতুন বেশ কয়েকজন শিল্পীকে পরিচয় করিয়ে দেবো। তিন মাস ধরে তাদের গ্রুমিং করছি। নভেম্বরের শেষের দিকে আমরা শুটিং শুরু করবো।’
সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক মূল্যবোধ ও জীবনের সুন্দর কিছু বিষয় ছবিটিতে তুলে আনার কথা জানিয়েছেন সায়মন তারিক।
মৌসুমী-ওমর সানি ছাড়াও ছবিটিতে মাসুম আজিজ, বড়দা মিঠু, শরীফ চৌধুরী, মেহেদি, লাজুক ও মিষ্টি প্রমুখকে দেখা যাবে।
Development by: webnewsdesign.com