দুর্গাপুরে সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের মূলহোতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৪:৫৬ অপরাহ্ণ

দুর্গাপুরে সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের মূলহোতা গ্রেপ্তার
apps

রাজশাহী জেলার দুর্গাপুর থানার বর্ধনপুর পশ্চিমপাড়া নামক এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনার মূলহোতা মোঃ সাব্বিরকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত দুর্গাপুরের পলাশবাড়ি গ্রামের শাহাদত আলীর ছেলে। গত বুধবার (২ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় সাব্বির তাকে বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। এমতাবস্থায় গত ২৪ জুন দুপুর আনুমানিক দুইটার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুল হতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সাব্বিরসহ তার কয়েকজন সহযোগী বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে। এরপর সিএনজি যোগে নিয়ে আমগাছীর দিকে দ্রুত চলে যায়।

পরবর্তীতে ২৮ জুন দুর্গাপুর থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। এপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত বুধবার বর্ধনপুর পশ্চিমপাড়া হতে অপহরণের মূলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com