দুবাইয়ে ৩০ কেজি স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণা, দুই আফ্রিকানকে কারাদণ্ড-জরিমানা

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ২:৩৭ অপরাহ্ণ

দুবাইয়ে ৩০ কেজি স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণা, দুই আফ্রিকানকে কারাদণ্ড-জরিমানা
দুবাইয়ে ৩০ কেজি স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণা, দুই আফ্রিকানকে কারাদণ্ড-জরিমানা
apps

দুবাইয়ে স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণার দায়ে দুই আফ্রিকান নাগরিককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে ২ লাখ ডলার জরিমানা করে দিরহামে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেছে, কারা ভোগ শেষ আসামিদের নিজ দেশে প্রত্যর্পণ করা হবে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে এক আরব বিনিয়োগকারী অভিযোগ করেন, মিথ্যা স্বর্ণ চুক্তির নামে দুই আফ্রিকান তার কাছ থেকে ২ লাখ ডলার হাতিয়ে নেয়।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এক ব্যক্তি তাকে ১ নম্বর আসামির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওই ব্যক্তি (আসামি) তাকে জানায়, তিনি স্বর্ণ কারখানায় চাকরি করেন। ১৩ লাখ ডলারে তাকে ৩৩ কেজি স্বর্ণ কেনার অফার দেয়। দ্বিতীয় আসামি ভুক্তভোগীকে তার দেশে আমন্ত্রণ জানায়। কথামতো ভুক্তভোগী সেই দেশে গিয়ে স্বর্ণের কোয়ালিটি যাচাই করে ৩৩ কেজি স্বর্ণ কেনার জন্য ১ লাখ ডলার মূল্য পরিশোধ করেন।

এরপর চুক্তি মোতাবেক স্বর্ণ গ্রহণের তারিখে বিনিয়োগকারী প্রথম আসামির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তার স্থলে দ্বিতীয় আসামি একটি বক্স নিয়ে হাজির হয়ে দাবি করেন, বক্সের ভেতর স্বর্ণ আছে। নথি খালাসের জন্য তিনি ৩০ হাজার ডলার এবং স্বর্ণ হস্তান্তরের জন্য আরও ৭০ হাজার ডলার চান। তবে ওই ব্যক্তি ওই দিন স্বর্ণ দিতে অস্বীকৃতি জানান। আসামি তাকে স্বর্ণ খালাস না হওয়া পর্যন্ত হোটেলে থাকতে বলেন। কিন্তু তিন ঘণ্টা পার হলেও স্বর্ণ খালাস হয় না। এরপর তিনি পুলিশে খবর দেন। সূত্র: খালিজ টাইমস

Development by: webnewsdesign.com