পাঁচবিবিতে ফেনসিডিল ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে

দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে আহত-৪

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ৪:৫৮ অপরাহ্ণ

দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে আহত-৪
apps

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া বাজারে মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দু গ্রুপের সংর্ষষে ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উপজেলা ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার সন্ধ্যায় উপজেলার কড়িয়া সরদারপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এস্তামুল ও কদুবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাবুর সঙ্গে কড়িয়া বাজারে ফেনসিডিল ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়েন। এতে এস্তামুল (৩৫) মারাত্মক আহত হলে তাকে এলাকার লোকজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

পরে আবারো বাবু গ্রুপ ইস্তামুলের দোকানের কর্মচারী সুমনকে মারপিট করতে থাকলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাবু গ্রুপকে গণধোলাই দেয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কদুবাড়ী গ্রামের হাবিব (৪০),বাবু (৩৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুমনকে (২৫) ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

এ বিয়য়ে আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন,তাদের মধ্যে ব্যবস্যা সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়ে মত বিরোধের কারণে মারপিটের ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।পেলে ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com