দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরে সবদারপুর রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে কোটচাঁদপুর সাবদারপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
কোটচাঁদপুর সাবদারপুর স্টেশন মাস্টার জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোরের নোয়াপাড়া থেকে আসা মালবাহী ট্রেন সিগনাল অমান্য করে সাবদারপুর স্টেশনে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুটির ৫টি বগি লাইনচ্যুত হয়।
পড়ে যাওয়া বগি থেকে বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরই মধ্যে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
Development by: webnewsdesign.com