দীর্ঘদিন পর চালু হলো বিমান কার্গো সার্ভিস

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ

দীর্ঘদিন পর চালু হলো বিমান কার্গো সার্ভিস
apps

দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েতে আবারও চালু হয়েছে বিমান কার্গো সার্ভিস। এতে লোকসান থেকে মুক্তির আশায় দেশটির কার্গো ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা।

মহামারি করোনা রোধে গেল বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় কার্গো ব্যবসা বন্ধ ছিল। এতে দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম অবস্থায় পড়তে হয় ব্যবসায়ীদের।

এর মধ্যে ঢাকা বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন বন্ধ করে শুধু চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর ফলে ক্ষতির মুখে পড়তে হয় তাদের। কারণ ঢাকা বিমানবন্দরের মালামাল পাঠাতে যেখানে সময় লাগত ৭-১০ দিন সেখানে চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে পাঠানোর ফলে তা মাসের অধিক সময় লাগে। এ ছাড়াও যেখানে এয়ার কার্গো কিলো প্রতি ১ দিনার ১৫০ ফিলস ছিল তা এখন ১ দিনার ৪০০ ফিলস পরিশোধ করতে হয়।

তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কুয়েতে আবারও চালু হয়েছে বিমান কার্গো সার্ভিস। এতে স্বস্তি প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীসহ প্রবাসীরাও। খুব শিগগিরি অচলাবস্থা কাটিয়ে উঠবেন বলে আশা তাদের।

Development by: webnewsdesign.com