দীর্ঘদিন পর একসঙ্গে মোশারফ করিম ও তারিন

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ১২:৩৯ অপরাহ্ণ

দীর্ঘদিন পর একসঙ্গে মোশারফ করিম ও তারিন
apps

দীর্ঘদিন আগে “ক্ষমা” নামে একটি ধারাবাহিক নাটকে তারিন এবং মোশারফ করিম একসঙ্গে অভিনয় করেছিলেন। এবার আবারও এই দুই তারকা ‘নো প্রেম নো বিয়ে’নামক নাটকে অভিনয় করবে।

ইতিমধ্যেই নাটকটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে। নাটকের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের সাথে কথা বলে জানা, রাজধানীর বিভিন্ন লোকেশনে নাকটির শুটিং চলছে।

এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল রানা। নাটক প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম আমাদের জানায় , ‘নো প্রেম নো বিয়ে’ নাটকের গল্প এবং কথা দুর্দান্ত। বাকি মন্তব্য নাটকটি প্রকাশ হওয়ার পরে দর্শকরাই জানাবেন।

অন্যদিকে অভিনেত্রী তারিন বলেছেন, মোশাররফ করিম বর্তমান সময়ে যে কয়েকজন ভার্সেটাইল অভিনেতা আছেন তাদের মধ্যে অন্যতম। এই নাটকটির গল্প অনেক চমৎকার। আমার নিজের ভালো লেগেছে। আশা করছি, দর্শকদের ভাল লাগবে।

উপরোক্ত নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে বলে নাটকটির নির্মাতা জানিয়েছেন।

Development by: webnewsdesign.com