দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
apps

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম রাকিব হোসেন (২৫)।

 

 

 

 

রবিবার দুপুর সাড়ে ১২টার সময় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত রাকিব চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের ভাবকী গ্রামের দুলাল হোসেনের ছেলে।জানা যায়, রাকিম হোসেন মটর সাইকেল নিয়ে দিনাজপুর শহরে আসছিলেন। পথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাছ কেটে রাস্তার পাশে রাখা গুড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যান। এ সময় ফুলবাড়ী গামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এ সময় হেলমেডসহ তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Development by: webnewsdesign.com