গত সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাধীন ভাদুরিয়া এলএসডিতে অভ্যন্তরীণ গম ও বোরো ধান সংগ্রহ ২০২১ মৌসুমের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। ওই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা ক্রয় ও সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসমান জামিল, ভাদুরিয়া এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, দাউদপুর এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেল প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান সহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় কৃষকবৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান জানান, বোরো মৌসুমে ২৫০০মেট্রিক টন ধান ও ১০১ মেট্রিক টন গম সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করবে সরকার।
Development by: webnewsdesign.com