দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ১১:২৮ পূর্বাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত
apps

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৃথক ২ স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সরকারি, বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদের অডিটরিয়মে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান সরকার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমূখ। পরে সেখানে শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকেলে উপজেলার ডিগ্রী কলেজ মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. মোশারফ হোসেন, যুবলীগের আহবায়ক দিলীপ কুমার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, মোগর পাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দাউদপুর বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, যুগ্ন সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাফিকুল ইসলাম, নবাবগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.আলতাব হোসেন, নবাবগঞ্জ দ্বি-মূখী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহাবুবুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি রুস্তম আলী, যুবলীগের যুগ্ন আহবায়ক শামসুজ্জামান। অন্যদিকে সকালে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৭ই মার্চ পালিত হয়েছে।

Development by: webnewsdesign.com