দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় শিশু নিহত

বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | ৯:০৬ অপরাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় শিশু নিহত
apps

দক্ষিণ সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে আজিজুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা সংলগ্ন শান্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আজিজুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের এমদাদুল হক (৩০)-এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে নিহত শিশু থানা সংলগ্ন রাস্তার পাশে তাঁর বাবার সাথে অবস্থান করছিল। রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে আসতে থাকা বাস শিশু আজিজুর রহমানকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যায়।

এসময় দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুরটির লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল পাশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কাজি মুক্তাদির হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com