দক্ষিণ সুনামগঞ্জে আল্লামা আহমদ শফী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জে আল্লামা আহমদ শফী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
apps

দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) উপজেলার পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদরাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাইগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস ছুবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন দরগাহপুর মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামরুপদলং মাদ্রাসার মুহতামিম শায়খ আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।

সভায় স্বাগত বক্তব রাখেন পূর্ব পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান রফিক খাঁন।

এদিকে পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদরাসার নতুন ভবনের কাজ আর্থিক সংকটের কারনে বন্ধ থাকায় মাদ্রাসার ভবন নির্মানকাজে আর্থিক সহযোগীতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমদেরকে আর্থিক সহযোগীতা পাঠানোর আহবান জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হোসাইন।

তিনি বলেন, প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয় ধরে মাদ্রাসার নির্মানকাজ শুরু হয়। তবে মাদ্রাসার সংগৃহীত তহবিল থেকে ১০ লক্ষ টাকার কাজ শেষ হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। মাদ্রাসা নির্মানের বাকি টাকা অনুদান পেলে মাদ্রাসার কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মাও. সাদউদ্দিন নাযিম, মাও. আঃ কাহহার, কমরু মিয়া, আউয়াল মিয়া, আজিজুল বারী, মাও. ছালিক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ তরুণ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান , মুহিউদ্দিন সাদিক, দিলোয়ার হোসেন দিলু, বাবরু মিয়া, আব্দুল বারী, আনছার মিয়া, মিজানুর রহমান প্রমুখ।

Development by: webnewsdesign.com