দক্ষিণ আফ্রিকা সফর আপাতত স্থগিত করল অস্ট্রেলিয়া

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | ৮:২৬ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফর আপাতত স্থগিত করল অস্ট্রেলিয়া
ফাইল ছবি।
apps

চলতি সপ্তাহে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের। কিন্তু আফ্রিকায় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে। আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সময় দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হন। যে কারণে সিরিজ শেষ না করেই আফ্রিকা ছাড়তে বাধ্য হন ইংলিশ ক্রিকেটাররা। জো রুটরা চলে যান শ্রীলংকা সফরে।

ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই দক্ষিণ আফ্রিকা সফর আপাতত স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বৃতিতে জানায়, বর্ত‌মান এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়াটা মোটেই উচিত হবে না। খেলার আগে আমাদের চিন্তা করতে হচ্ছে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি।

Development by: webnewsdesign.com