দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
apps

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে গণি নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দেশটির প্রিটোরিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত গণি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামের মতি মিয়ার ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, সশস্ত্র একদল কৃষ্ণাঙ্গ ডাকাত গণির দোকনে প্রবেশ করতে চাই কর্মচারীরা বাধা দেয়। বাধা দেয়ায় সন্ত্রাসীরা দোকান মালিক গণিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গণির মৃত্যু হয়।

Development by: webnewsdesign.com