দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. নূরুল হুদা চুট্টু ( ২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির পিটুরিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত নূরুল হুদা ফেনীর দাগনভুঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের দলিল লেখক আবুল কালামের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নূরূল হুদা চুট্টু ২০১০ সালে ডিসেম্বর মাসে ভিটে মাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে পিটুরিয়া শহর এলাকায় নিজেই ব্যবসা শুরু করেন।শুক্রবার রাতে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী নুরুল হুদার দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় তিনি বাঁধা দিলে সন্ত্রাসীরা নূরুলের দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার বিষয়টি ফোনে পরিবারকে জানান। নিহতের ফুফাতো ভাই শাহাদাত হোসেন জানান, আগামী সপ্তাহে ভাইয়ের লাশ দেশে আনা হবে। এ ব্যাপারে দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার জানান, বিষয়টি তিনি শুনেছেন।
ঘটনাটি খুবই দুঃখজনক।
Development by: webnewsdesign.com