ইলেকট্রনিক মেশিনে থেরাপি দিতে গিয়ে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এক নারী। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি এলাকার ব্লক ডি-এর ১৩/জি নম্বর বাড়িতে এ ঘটে।
নিহত নারীর নাম মাবিয়া বেগম (৬০)। তিনি প্যারালাইজড রোগী ছিলেন। তার স্বামীর নাম করম আলী। তিনি ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দিচ্ছিলেন ওই নারী। এসময় শর্টসার্কিট থেকে হঠাৎ বিছানায় আগুন ধরে যায়। আগুন দেখে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীরা।
এরপর সেখান থেকে মৃত অবস্থায় নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আগুনে ঘরের বেশকিছু মালামাল পুড়ে গেছে।
Development by: webnewsdesign.com