হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরাসহ দুই জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে ১২০ বস্তা জিরা, যার মোট ওজন প্রায় ৩,৬০০ কেজি, উদ্ধার করা হয়। এ সময় একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরিও জব্দ করা হয়।

অভিযানে পাচারকার্য সংশ্লিষ্টতার অভিযোগে দুই জন আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মসলা জাতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি-ডিবি) জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব জিরা অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হয়েছিল।
উদ্ধারকৃত জিরা, লরি ও আটককৃত আসামিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Development by: webnewsdesign.com