শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (০৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
ঘটনায় জড়িত শিশির ফকির (১৬)। উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসুদেব এলাকার ইদ্রিস ফকিরের ছেলে। প্যাসিবিক কেজি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শিশির।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর (শনিবার) দুপুরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায় শিশির। পরে সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় সে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনায় জড়িত শিশির শিশুটির চাচাতো ভাই হওয়ায় স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতে শিশুটির বাবা বাদি হয়ে পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশিরের বিরুদ্ধে মামলা করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারি মুঠোফোনে বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হয়েছে। আজ রবিবার মেডিকেল পরিক্ষার জন্য মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিশির পালিয়ে বেড়াচ্ছে। তাকে খুঁজছে পুলিশ।
Development by: webnewsdesign.com