ইরান সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ৫০ সেকেন্ড অপেক্ষা করতে হলো পুতিনকে। আর তার সে অপেক্ষার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করছেন। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক হওয়ার আগে এভাবেই অপেক্ষা করতে দেখা যায় পুতিনকে। বৈঠকের আগে পুতিনকে প্রায় ৫০ সেকেন্ড ধরে এরদোগানের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
তাকে অভ্যর্থনা জানানোর জন্য কক্ষে কেউ ছিল না। চেয়ার টেবিল আর পতাকার সামনে ৫০ সেকেন্ড ধরে অপেক্ষার এ ভিডিওট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের।ভিডিওতে দেখা যায়, এরদোগানের জন্য অপেক্ষার সময় পুতিন কিছুটা অস্বস্তি বোধ করছেন। এদিক সেদিক তাকাচ্ছেন, কখনো হাত নিচে নামাচ্ছেন, কখনোবা মুখ নাড়ছেন। এমনকি এরদোগান উপস্থিত হওয়ার আগে তাকে অবস্থানও পরিবর্তন করতে দেখা যায়।এরদোগান আগেও অনেককেই বৈঠকের সময় অপেক্ষা করিয়েছেন। এমনও হয়েছে ঘণ্টার পর ঘণ্টা পার করে ফেলেছেন যার সঙ্গে বৈঠক করবেন তাকে বসিয়ে রেখে। তুর্কি গণমাধ্যম ২০২০ সালে মস্কোর একটি বৈঠকের ঘটনা সামনে এনে বলছে, হয়তোবা প্রতিশোধ নিলেন এরদোগান। ওই বছর মস্কোতে বৈঠকের আগে এরদোগানকে প্রায় দুই মিনিট ধরে অপেক্ষায় রেখেছিলেন পুতিন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিদেশ সফর সীমিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে গত জুনে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে সফর করেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ দুটিতে এখনো একনায়কতান্ত্রিক শাসন বহাল আছে।মঙ্গলবারের সফরের মধ্য দিয়ে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। তেহরানের হাতে গোনা কয়েকটি আন্তর্জাতিক মিত্রের একটি মস্কো। বিপরীতে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোএদিকে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কয়েকশ সশস্ত্র ড্রোন সরবরাহের পরিকল্পনা করছে ইরান। আর মঙ্গলবার রাশিয়ার তেল কোম্পানি গ্যাজপ্রোমের সঙ্গে চার কোটি মার্কিন ডলারের উন্নয়ন চুক্তি করেছে ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি।
পুতিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা উইরি উসাকভ বলেন, খামেনির সঙ্গে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। একটি বিশ্বাসযোগ্য সংলাপ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক এজেন্ডাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।সিরিয়া গৃহযুদ্ধে বিপরীত পক্ষে আছে তুরস্ক ও রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা কমিয়ে আনার পথ খুঁজছে দেশ দুটি। এমন এক সময়ে এ বৈঠক হতে যাচ্ছে, যখন সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন-সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে নতুন করে অভিযান পরিচালনার কথা ভাবছে তুরস্ক।
Development by: webnewsdesign.com