তুরস্কে বোমা বিস্ফোরণকারী নারী সিরিয়ার নাগরিক: তুর্কি পুলিশ

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৪:২৩ অপরাহ্ণ

তুরস্কে বোমা বিস্ফোরণকারী নারী সিরিয়ার নাগরিক: তুর্কি পুলিশ
তুরস্কে বিস্ফোরণ নারী সিরিয়ার নাগরিক: তুর্কি পুলিশ
apps

তুরস্কের তাকসিম স্কয়ার এলাকায় রবিবার বিস্ফোরণে ৬ জন নিহত ও ৮১ জন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বিস্ফোরণের জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন।

সোমাবার তুরস্কের পুলিশ জানিয়েছে, বোমা বিস্ফোরণে জড়িত থাকার দায়ে তারা সিরীয় একজন নারীকে গ্রেফতার করেছেন। তিনি কুর্দিস বন্দুকধারীদের পক্ষে কাজ করতেন। উত্তর সিরিয়া হয়ে এই নারী তুরস্কে আসে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভির খবরে বলা হয়েছে, অভিযুক্ত নারী সিরিয়ার নাগরিক। পুলিশের কাছে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এর কাছ থেকে তিনি হামলার নির্দেশ পেয়েছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বিস্ফোরণকে ‘ঘৃণ্য হামলা’ উল্লেখ করে বলেন, ‘বাতাসে সন্ত্রাসের গন্ধ ভেসে বেড়াচ্ছে।’ দোষী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে ।

Development by: webnewsdesign.com