তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
apps

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নাম্বারটি হল: +৯০৮০০২৬১০০২৬।

দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাতে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানায়। বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বিগত একশ’ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ৪ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে।

Development by: webnewsdesign.com