তীব্র দাবদাহে ইউরোপে ছয়জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৩:৩৩ অপরাহ্ণ

তীব্র দাবদাহে ইউরোপে ছয়জনের মৃত্যু
apps

স্পেনের দাবানল এবং ইউরোপের অন্যান্য স্থানে তীব্র দাবদাহে ছয়জনের মৃত্যু হয়েছে। ইউরোপে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্পেনের কাতালোনিয়া অঞ্চলের কোস্কো শহরের কাছে দাবানলে আটকা পড়ে দুই কৃষক মারা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে আগুন বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় তারা পালাতে পারেননি।

ইতালিতে, সার্দিনিয়া দ্বীপে সমুদ্র সৈকতে অসুস্থ হয়ে দু’জন মারা গেছেন।

প্যারিসের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রচণ্ড গরমে মারা গেছে যুক্তরাষ্ট্র থেকে বাবা-মায়ের সাথে বেড়াতে যাওয়া ১০ বছর বয়সী এক শিশু মারা যায়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে দাবদাহে দু’জনের মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তিন শতাধিক মানুষকে।

স্পেন ও যুক্তরাজ্যে গরমের তীব্রতা রেকর্ড ছারিয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে জুন মাসের গড় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা জুলাই এবং আগস্টের স্বাভাবিক গড় তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে।

কাতালোনিয়ায় দাবানলে মারা গেছে দুই জন। দেশটিতে ৬ হাজার ৫০০ হেক্টর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

আর দাবানলের কারণে লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে গ্রিস।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার বলেছে যে মানব-সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়ই তীব্র দাবদাহ দেখা দিচ্ছে।

এক বিবৃতিতে, ডব্লিউএমও আরও বলেছে, ‘নগর পরিবেশ আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে উষ্ণ থাকে, বিশেষ করে গরমের সময়। প্রচুর পরিমাণে পাকা রাস্তা, ভবন, যানবাহন এতে তাপের উৎস।’

Development by: webnewsdesign.com