রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। আজ শনিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।
গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রবিউল ইসলাম নামের ওই মাদকবিক্রেতাকে আটক করে ডিবির উত্তরা জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com