দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে ‘রাজা ডিলাক্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেতা। ছবিটি নির্মাণ করছেন পরিচালক মারুথি।
হরর-কমেডি ঘরানার এই সিনেমায় প্রভাসের বিপরীতে কাজ করবেন তিন নায়িকা। ওই তিন নায়িকা হচ্ছেন- নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার এবং মালাভিকা মোহনান।
জানা গেছে, তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা মালাভিকা অনেক আগেই এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পরে একে একে যুক্ত হন নিধি আগারওয়াল এবং ঋধি কুমার। সিনেমায় এক তরুনের নাম ভূমিকায় দেখা যাবে প্রভাসকে।
উল্লেখ্য, বর্তমানে বড় বাজেটের অনেকগুলো ছবি রয়েছে প্রভাসের হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সালার, ‘আদিপুরুষ’। এছাড়া নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ ছবিতেও অভিনয় করবেন এ অভিনেতা।
Development by: webnewsdesign.com