তাহিরপুর থেকে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী,চুনারুঘাট হতে বনদস্যু গ্রেফতার

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ

তাহিরপুর থেকে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী,চুনারুঘাট হতে বনদস্যু গ্রেফতার
apps

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিন্নাকুলি বাজার এলাকা হতে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা হতে ০১ বনদস্যুসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব – ৯, (স্পেশাল কোম্পানী)।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৯, (স্পেশাল কোম্পানী) ইসলামপুর, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিদেশী মদ কতিপয় ব্যক্তি কর্তৃক বিক্রি করার সংবাদ প্রাপ্ত হয়ে ০৩ ফেব্রুয়ারী ২০২২ ইং দিবাগত রাত ০০:৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিন্নাকুলি বাজারস্থ আজমল স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মানিক মিয়া (২২),কে আটক করে। আটককৃত মানিক সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মুদেরগাও গ্রামের মোঃ আলফু মিয়ার পুত্র। ঐ সময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা বিভিন্ন সাইজের বিদেশী মদ ৩০৭ বোতল জব্দ পূর্বক আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারকৃত আসামীর সাথে থাকা ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড ও নগদ ৩৫০/- টাকা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকটে মাদক বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১,৮৭,৫০০/- টাকা। বিস্তারিত তদন্ত ও মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারা মূলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে র‌্যাব-৯, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানা এলাকার চানপুর বাজার হতে ০৩ ফেব্রুয়ারী ২০২২ ইং দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সি আর ১২/১৩ (বন)-২, ধারাঃ ২৬ (১) ক, খ, ঘ, রিসিভ নং ১২/২২ এবং চুনারুঘাট থানার সি আর ৪/১৩ (বন)-২, রিসিভ নং ১৪/২২মূলে অভিযান পরিচালনা করে বনদস্যু (ক) মোঃ নানকু গুঞ্জু (৩৫), পিতা- অজিদ গুঞ্জু, সাং- কাপাই অফিস লাইন, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, সে ও তার বাহিনীর সদস্যরা মূলত সাতছড়ি রেঞ্জের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী ও তার বাহিনী এই কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে এবং সাতছড়ি এলাকার পরিবেশের ভারসাম্য দারুন ভাবে নষ্ট করছে। র‍্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এসব বনদস্যুদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সদা তৎপর। পরিবেশের ভারসাম্য রক্ষায় র‍্যাব এসব বনদস্যুদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Development by: webnewsdesign.com