তাহিরপুরে বন্যার পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎপিষ্ট হয়ে পারভেজ নামের ৮ বছরের এক শিশু গুরতর আহত হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।ঘটনাটি ঘটেছে আজ (২৯ জুন বুধবার) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে বড়দল গ্রামে রুহল আমিনের মিলে বড়দল গ্রামে। বিদ্যুৎপিষ্ট শিশু পারভেজ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানাযায়, আজ বুধবার বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের নিজ বাড়ি থেকে মা-বাবা ও ভাইয়ের সাথে গোখাদ্য নিতে নৌকা যোগে বড়দল গ্রামের রুহল আমিনের মিলে আসে শিশু পারভেজ। পরে গোখাদ্য নিয়ে নৌকায় করে বাড়ি যাওয়ার সময় বড়দল গ্রামের রুহল আমিনের মিলের সামনে বন্যার পানিতে হেলে বিদ্যুতের তারের লেগে বিদ্যুৎপিষ্ট হয় শিশু পারভেজ। এ সময় তার সাথে থাকা মা-বাবার ডাক চিৎকারে পারভেজকে বিদ্যুৎপিষ্ট হয়ে পানি পড়ে থাকা অবস্থায় তার স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশু পারভেজের পিঠের বেশিরভাগ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মির্জা রিয়াদ বলেন, হাসপাতালে নিয়ে আসা বিদ্যুৎপিষ্ট শিশুটির পিঠের প্রায় ২৭ ভাগ পুড়ে গেছে। শিশুটির অবস্থান আশংকাজনক হওয়ায় শিশুটিকে সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com