বহুল আলোচিত সুনামগঞ্জের তাহিরপুরের মাহারাম নদী বালু মহাল লিজ বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে সুনামগঞ্জ জেলা প্রশাসক। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মাহারাম নদীর বালু মহালের দরপত্র দাখিলের তারিখ ধার্য্য ছিল।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “উপজেলার মাহারাম নলীর মালু মহাল ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বিক্রয় করা হয়। মোহারাম নদী মহাল ইজারা দেওয়া হলে টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে বালু মিশ্রিত পানি এসে ফসলের ক্ষতি হবে আর পাহাড়ি ঢলের কারণে ফসল নষ্ট হবে মর্মে স্থানীয় কৃষক তথা জনগণ দাবি করেন। সে দাবি প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আধা সরকারি পত্র প্রেরণ করেন।”
এতে আরও বলা হয় “জনগণের দাবী ও আধা সরকারি দুটি পত্রের বিষয়ে তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। গত ২৪,০২,২০২২ তারিখে জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় উক্ত কমিটি কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত মাহারাম নদী বালু মহালটি ইজারা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা বালু মহাল কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাহারাম নদীর বালু মহালের ইজারা দরপত্র দাখিলের জন্য নির্ধারিত আগামী রোববার (২৭ ফেব্রুয়ারি) তারিখে দরপত্র দাখিল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন জেলা প্রশাসক।”
Development by: webnewsdesign.com