শ্রীলঙ্কার ইনিংসের শুরু এবং শেষটা হয়ে থাকল এক রকম। মাঝে ব্যাট হাতে যতোটা আলো ছড়ালেন কেবল চারিথ আসালঙ্কা। এই মিডলঅর্ডারের পঞ্চম সেঞ্চুরিতে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৪ রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টের সময় ধারাভাষ্যকাররা বলেছিলেন- এই পিচে ২৬০ রান জেতার মতো সংগ্রহ। সে হিসেবে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৪৫ রানের লক্ষ্যকে চ্যালেঞ্জিংই বলতে হবে বাংলাদেশের জন্য। অর্থ্যাৎ জেতার জন্য কঠিন পরীক্ষাই দিতে হবে মেহেদি হাসান মিরাজের দলকে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে এটা মেহেদি হাসান মিরাজের প্রথম ম্যাচ। এমন দিনে টস হারেন এই স্পিনিং অলরাউন্ডার। মিরাজ টস হারলেও বোলারদের কল্যাণে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দলীয় ২৯ রানেই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নেয় অতিথিরা। একে একে বিদায় নেন পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিস।
চতুর্থ উইকেটে ৬০ রান তোলেন কুশাল মেন্ডিস ও আসালঙ্কা। কুশাল ৪৫ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে। তবে টিকে যান আসালঙ্কা। পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগেকে নিয়ে যোগ করেন গুরুত্বপূর্ণ ৬৪ রান। ২৯ রান করে ফিরে যান লিয়ানাগে। ক্রিজে সেট হয়েও ২২ রানের বেশি করতে পারেননি মিলান রত্নায়েকে। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে রত্নায়েকের সমান ২২ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
একই ওভারে বিদায় নেওয়া থিকসানা করেন ১ রান। দলীয় অষ্টম উইকেট হারানোর পর সেঞ্চুরি তুলে নেন আসালঙ্কা। তানজিম সাকিবের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ১০৬ রান করেন অধিনায়ক। এদিন বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। ৪৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। সাকিবের শিকার তিনটি। ৪৬ রান দেন সাকিব।
Development by: webnewsdesign.com