ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে ‘অবৈধ বাঁধ দিয়ে পানির গতিরোধ করায় উজান এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আজ সোমবার ইউএনও অভিমান চালিয়ে বাঁধ অপসারণ করেন।।
জানা গেছে, তারাকান্দা সদর ইউনিয়ন দিয়ে প্রবাহিত রাংসা নদীতে অবৈধভাবে তৈরি বাঁধ দিয়ে কতিপয় ব্যাক্তি রাক্ষস জালের ফাঁদ পেতে মাছ শিকার করায় পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটে।ফলে উজান এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমন ফসলের ক্ষতি সহ স্থানীয় লোকজন পানিবন্দি হয়ে পড়ে।
উজান এলাকার১০/১২ টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে রাংসা নদীতে অভিযান চালিয়ে তারাকান্দা হইতে শাশিকান্দা পর্যন্ত দীর্ঘ প্রায় ৩ কিঃমিঃ নদী পথের অবৈধ গান অপসারণ করা হয়।
এ সময় তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল হক, ইউপি সচিব মাহতাব উদ্দিন, ইউপি সদস্য হারুনুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, কেউ যদি অবৈধভাবে বাঁধ নির্মাণ করে নদীতে পানির গতিরোধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Development by: webnewsdesign.com