ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের ৩দিন পর জঙ্গলে মিললো প্রতিবন্ধী শিশু (৮) সানজিদার লাশ। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ শাহজাহান আকন্দের বাকপ্রতিবন্ধী কামারিয়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পায়নি আত্নীয়স্বজনরা। এব্যাপারে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরী করার পর শুক্রবার ১৫ জানুয়ারী সকালে বাড়ীর পাশের জঙ্গলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। এলাকাবাসী ও আত্নীয়দের কথায় জানা গেছে নিখোঁজের পর শিশুটির খোঁজ দিয়ে মোবাইলে টাকা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। বারবার টাকা দাবির বিষয়টি সবার কাছে ধুম্রজাল সৃষ্টি করেছে।
Development by: webnewsdesign.com