তাপমাত্রা আরো বাড়ার আভাস

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২৩ পূর্বাহ্ণ

তাপমাত্রা আরো বাড়ার আভাস
apps

আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে রবিবার (১৪ ফেব্রুয়ারি) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় উত্তরপশ্চিমউত্তর দিক বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Development by: webnewsdesign.com