তানোরে অসহায়দের মাঝে এসপি’র ঈদ উপহার

সোমবার, ১৯ জুলাই ২০২১ | ৮:১০ অপরাহ্ণ

তানোরে অসহায়দের মাঝে এসপি’র ঈদ উপহার
apps

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের বিশেষ উদ্যোগে তানোরে দেড় শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার ও ১৮ জুলাই রোববার উপজেলার বিভিন্ন স্থানের হতদরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ মাসুদ রানাসহ থানার সকল বিট অফিসার ও সহকারী বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপহারের ১৫০টি ব্যাগের মধ্যে রয়েছে, পোলাও চাল, সেমাই, চিনি, প্যাকেটজাত গুড়া দুধ ও ভোজ্য সয়াবিন তেল।

পবিত্র ঈদুল আযহা ও বৈশ্বিক মহামারী করোনার কারণে রাজশাহী জেলাধীন আট থানার এক হাজার বিপাকে পড়া দিনমজুর, অসহায় মানুষের জন্য ঈদ উপহার (খাদ্যসামগ্রী) পৌঁছে দিচ্ছেন এসপি এবিএম মাসুদ হোসেন

Development by: webnewsdesign.com