তবে কি চুপিসারেই সন্তান প্রসব করলেন সোনম?

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ | ১২:২৩ অপরাহ্ণ

তবে কি চুপিসারেই সন্তান প্রসব করলেন সোনম?
apps

সোনম কাপুর সন্তান সম্ভবা-এ খবর পুরনো। সন্তানকে বুকের মাঝে আগলে রেখেছেন নায়িকা; শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। ফুটফুটে সন্তান পেয়ে অভিনেত্রীর চোখোমুখে উচ্ছ্বাস। এমন একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে মাকে দেখে সোনম কাপুর ছাড়া অন্য কাউকে মনে করার উপায় নেই।

এছাড়া প্রেগনেন্সির তৃতীয় পর্যায়ে থাকা সোনম সন্তান প্রসব করতেও পারেন বলে সহজেই মনে করতে পারেন অনেকে। কিন্তু সোনমের সন্তান প্রসব নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই, কাপুর পরিবারে নেই কোনো আনন্দ। তবে কি চুপিসারেই সন্তান প্রসব করলেন সোনম?

এসব নিয়ে জল্পনায় নেটিজেনরা। অনেকে তো এই ছবিটি দেখেই শুভেচ্ছা জানানো শুরু করেছেন সোনম-আনন্দকে। তবে না, সোনমের সন্তান এখনও পৃথিবীর আলো দেখেনি। যে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটি আসল ছবি নয়। কেউ ফটোশপে এডিট করে এমন ছবি বানিয়েছেন। নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম।

মার্চ মাসে মা হতে যাওয়ার সুখবর দেন সোনম। এর পর থেকে প্রেগন্যান্সির বিভিন্ন পর্যায়ের ছবি ছবি ও ভিডিও দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তিনি।

Development by: webnewsdesign.com