ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পুরো ধোঁয়ায় ঢেকে আছে। কীভাবে এই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।
ইলেকটিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আবার এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে জানান তারা।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের স্টোর রুমে আগুন লেগেছে। সেখানে পুরাতন মামলার কাগজপত্র রাখা হয় বলেও জানান তারা।
সোমবার বিকেলে রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে।
Development by: webnewsdesign.com