ঢাকা ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ১০:০১ পূর্বাহ্ণ

ঢাকা ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ
apps

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ।

করোনায় সেকেন্ড ওয়েভের কথা চিন্তা করে দর্শকহীন অবস্থায়ই মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর। সেদিন সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

এদিকে প্রেসিডেন্টস কাপের উইকেট নিয়ে বহু আলোচনা-সমলোচনার প্রেক্ষিতে এই টুর্নামেন্টের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে নিশ্চিত করেছে গ্রাউন্ডস কমিটি সূত্র।

গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেছেন, ‘স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও সহায়তা পাবে। যারা খেলা দেখবে টিভিতে তারাও আনন্দ পাবে। উইন-উইন সিচুয়েশন থাকবে। ভালো মানের উইকেট দিবো আমরা।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মাঠের ভেতর দর্শক ঢোকানোর একেবারে প্ল্যান নেই আমাদের। খেলোয়াড় ও দর্শকের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এরকম সিদ্ধান্ত। আমরা প্লেয়ারদের সেফটির শতভাগ নিশ্চয়তা চাই।’

প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মহড়া দিয়ে নিচ্ছে ক্রিকেট বোর্ড। অন্য বোর্ডগুলোও তা পর্যবেক্ষণ করছে।

জালাল ইউনুস এ বিষয়ে আরো বলেন, ‘প্রেসিডেন্ট কাপের পর একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে অগ্রসর হচ্ছি।’

Development by: webnewsdesign.com